নিজস্ব প্রতিবেদক :
মাদরাসা পরীক্ষা কেন্দ্র চকরিয়া-১ চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসা কেন্দ্রে (কেন্দ্র কোড- ৬১৩) সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে দাখিল পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল এগারোটায় কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান। কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মোঃ আবু ইউসুফ।
কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান। তিনি বলেন, নির্দিষ্ট সময় পর্যন্ত পরীক্ষার প্রথমদিন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
তিনি জানান, এ কেন্দ্রের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৯১০জন। তন্মধ্যে ছাত্র রয়েছে ২৮৯জন ও ছাত্রী রয়েছে ৬২১জন। এতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৮৪জন। তন্মধ্যে অংশগ্রহণকারী ছাত্র সংখ্যা ২৮৫জন এবং ছাত্রী সংখ্যা ৫৯৯জন।
0 comments: