নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা এস.এম জাহাঙ্গীর আলম বুলবুলের নামাযে জানাযা শুক্রবার (৩০অক্টোবর) মাগরিবের নামাযের পর উপজেলার বিএমচর ইউনিয়নের বিএমচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবউদ্দিন মাহমুদ, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকসুদুল হক ছুট্টু, সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছিরসহ উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
0 comments: