নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা শাখার এক প্রতিনিধি সভা ও অভিষেক অনুষ্ঠান শহরের এটিএনপার্ক মিলনায়তনে সম্পন্ন হয়। এতে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত আলীকে সভাপতি মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাহারবিল ইউনিয়ন পরিষদের মেম্বার এনামুল হক এনামকে সাধারণ সম্পাদক করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। তিনি আনুষ্ঠানিকভাবে চকরিয়া উপজেলা মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কমিটি ঘোষণা করেন।
অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাশেম, সহ-সভাপতি সালমা বেগম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, এসোসিয়েশনের কক্সবাজার জেলা সভাপতি ছৈয়দ নুর মেম্বার ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিদ্যুৎ প্রমুখ।
0 comments: