শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়ায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মাননা পেয়েছেন ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) চকরিয়া পৌরশহরের কাচালং রেস্টুরেন্ট মিলনায়তনে সাপ্তাহিক মাতামুহুরী পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
এরআগে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. জাহেদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) মো. তফিকুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ সাহাবউদ্দিন মাহমুদ ও চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।
পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন সাপ্তাহিক মাতামুহুরী পত্রিকার সম্পাদক মিজবাউল হক। এসময় চকরিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সমাজকর্মী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0 comments: