নিজস্ব প্রতিবেদক :
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে চকরিয়া পৌর আহবায়ক এস.এম আবুল হাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. মোবারক আলীর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি নেতা আবদুর রহিম, নুরুল আমিন ছাড়াও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে- দেশব্যাপি শাসকদলীয় কর্মী বাহিনী কর্তৃক বিএনপি নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানো হয়। আগামীতে যুগপৎ আন্দোলনের মাধ্যমে এর প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
0 comments: