সভাপতি জাহেদুল ইসলাম : সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী
শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : দীর্ঘ ৯বছর পর গতকাল রোববার সম্পন্ন হয়েছে দুই অধিবেশনে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সকাল দশটায় পৌরশহরের এটিএন পার্ক মিলনায়তনে প্রথম অধিবেশনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ নেতা রনজিত দাশসহ জেলা, উপজেলা পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে দুপুর দুইটায় চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে সভাপতি ও সম্পাদক পদে ৬প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাউন্সিল শুরু হয়। ভোট গণনা শেষে বর্তমান সভাপতি জাহেদুল ইসলাম লিটু পুনরায় সভাপতি ও লায়ন মোহাম্মদ আলমগীর চৌধুরী নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
0 comments: