নিজস্ব প্রতিবেদক :
স্বপ্নচূড়া বরইতলীর উদ্যোগে বরইতলী ইউনিয়নের বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটি একাধিক টিম উত্তর বরইতলী উচ্চ বিদ্যালয়, বরইতলী উচ্চ বিদ্যালয়, পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ে ফলজসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন করে।
সংগঠনূ সূত্রে জানা গেছে, রোপিত চারাগাছের মধ্যে রয়েছে কৃঞ্চচূড়া, কাঠ বাদাম, চম্পাফুল, নিমপাতা, গন্ধরাজ, তাল গাছ, বেলি ফুল, পাতা বাহার, এক জোড়া, ক্রিশমাস ইত্যাদি।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ স্বপ্নচূড়া সংগঠনের সদস্য আনিসুল ইসলাম ফারুকী, এস এম আবদুল হাই, মোঃ ইলিয়াস উদ্দীন, নুরুল ইসলাম, মোঃ আরফাত, শরিফুল ইসলাম, ফয়জুল ইসলাম, মোঃ আরমান, মোঃ রিদুয়ানুল হক, মোঃ মুর্শেদ আলম, শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, মোঃ নাঈম, রিয়াজ আহমদ, রাকিবুল আবরার প্রমুখ উপস্থিত ছিলেন।
0 comments: