ইউসুফ বিন হোসাইন (চকরিয়া টাইমস) :
শুক্রবার (২ সেপ্টেম্বর ২০২২) ইং বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা করা হয়।
এতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটির ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি ফাহিম রহমান চৌধুরী , সাধারণ সম্পাদক আহমেদ সামির ও সাংগঠনিক সম্পাদক (০১) সাজ্জাদ মোস্তফা তারেক।
ছাত্রলীগ নেতা সাজ্জাদ মোস্তফা তারেক কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র। সে চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ছিলেন।
তারেক বলেন; বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করাই একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। দলের সংকটাপন্ন সময়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবসময় প্রস্তুত। আমি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
0 comments: