চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় চলতি সনের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছিলো কলম, ফাইল, খাবার পানীয় অন্যান্য শিক্ষা উপকরণ।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা ছাত্রলীগ সভাপতি আরহান মাহামুদ রুবেল ও সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবের নেতৃত্বে এ কর্মসূচী সম্পন্ন করেন চকরিয়া ছাত্রলীগ।
"শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ " এ স্লোগান কে সামনে রেখে চকরিয়া উপজেলা ছাত্রলীগের এ কর্মসূচীতে সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষা সমাগ্রী বিতরণকালে সাধারণ সম্পাদকের বক্তব্যে আকিত হোসেন সজিব বলেন, ভালো শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ তথা সমাজের উন্নয়নের পথযাত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সুন্দর, আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই।
উপজেলা ছাত্রলীগ সভাপতি ছাত্রনেতা আরহান মাহামুদ রুবেল বলেন, শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ তথা সমাজের উন্নয়নের পথযাত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে যারা লড়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়াবার ক্ষুদ্র প্রচেষ্টা করেছে চকরিয়া উপজেলা ছাত্রলীগ। সুন্দর, আদর্শবান সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছি।
এদিকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার মাধ্যমে শিক্ষার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি ও তাদের অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য এই আয়োজনকেও ধন্যবাদ জানান নেতাকর্মীরা।
0 comments: