চকরিয়া টাইমস :
সংবাদের ব্যাখ্যা: আমি শফিউল আজম মুসা একজন সাধারণ ব্যবসায়ী। গত ১৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ও কক্সবাজার থেকে প্রকাশিত একাধিক পত্রিকায় আমার নামে "ধরিয়ে দিন" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। আমি মূলত মোশাররফ হোসেন নামের একজন অসাধু ও মামলাবাজ লোকের হয়রানির স্বীকার হয়েছি। প্রকৃতপক্ষে সে আমার কাছ থেকে টাকা পাবে ৫,৪০,০০০/-(পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা)। তাও হচ্ছে মূলত ব্যবসায়িক লেনদেন। কোন ধারদেনার টাকা নয়। করোনাকালীন ব্যবসায়ীক ক্ষতির বিষয়টি মোশাররফ অবগত ছিলেন। জেনেশুনে সে আমার বিরুদ্ধে মামলা করেছে ১৭ লক্ষ টাকার। তার কাছে আমার দেওয়া একটা ১০ লক্ষ টাকার সিকিউরিটি চেকও আছে। আমি দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে না পারায় বিষয়টি রায়ের পর্যায়ে চলে যায় বিজ্ঞ আদালত সাঁজার রায় ঘোষণা করেন। তবে বিষয়টি নিয়ে আমি উচ্চ আদালতে আপিল করে আইনগতভাবে মোকাবেলা করার চেষ্টা আছি। তবে এটাও বলতেছি যদি মোশাররফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আল্লাহর নামে শপথ করে বলতে পারে তাহলে আমি সবকিছু মাথা পেতে নেবো এবং আইনগতভাবে তার টাকা আমি পরিশোধ করবো। তাই সকলের প্রতি অনুরোধ কেউ বিভ্রান্ত হবেন না। মোশাররফ কেবল এ মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশ করে আমার ও আমার পরিবারের মান ক্ষুন্ন করার চেষ্টা করতেছে।
নিবেদক:
মোঃ শফিউল আজম মুসা
পিতাঃ ছাবের আহমদ
সাং: ভাঙ্গারমুখ ৯নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা।
0 comments: