নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় বিএনপি-জামাতের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে রুখে দাঁড়াতে প্রতিরোধ মিছিল করেছে আওয়ামী লীগ। রোববার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দফায় দফায় প্রতিরোধ মিছিল বের করে নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী।
নেতাকর্মীরা দাবি করেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপির নির্দেশে চকরিয়ার পরিবেশকে শান্ত রাখতে দিনভর প্রতিরোধমূলক কর্মসূচি পালন করা হয়।
0 comments: