শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন হেলালীর সৌজন্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
এতে আজিমুল্লাহ পাড়াকে হারিয়ে সিকদারপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দীন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। পরে অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিতদলের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: