শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
এতে সর্বোচ্চ ৩৬ ভোট পেয়ে আজাদ লাইব্রেরীর আফাজ উদ্দিন আফাজ সভাপতি এবং মেসার্স জমজম লাইব্রেরীর কফিল উদ্দিন ২৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
শাহ আমানত লাইব্রেরীর মোঃ সাইফুল কাদের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ৩৩। ৩৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নিউ ইসলামিয়া লাইব্রেরীর মোঃ এনামুল হক।
সদস্য পদে ১১ প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন ৮ জন।
তারা হলেন, শাহ মজিদিয়া লাইব্রেরীর খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, সাহিত্য নিকেতন লাইব্রেরীর নুসরাত জাহান প্রিয়া, আরমান লাইব্রেরীর মোঃ নুরুল আনোয়ার, মুক্তা লাইব্রেরীর মোঃ সেলিম উদ্দিন, সৌদিয়া লাইব্রেরীর নুরুল কাদের সোহেল, হোসাইন লাইব্রেরীর আলী আজগর, নাহার লাইব্রেরীর নাজিম উদ্দিন, মায়ের দোয়া লাইব্রেরীর মোঃ ফজলুল করিম।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শহরের রক্ষিত মার্কেট প্রাঙ্গণে সকাল থেকে ভোট গ্রহণ হয়। বিকাল চারটায় ভোট গ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহবায়ক প্রফেসর আব্দুল গফুর।
দুই প্যানেল ২০ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৯ জন।
সহ-সভাপতি পদে নিউ সৌদি বইঘরের জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ৫৩ ভোটের মধ্যে কাস্ট হয় ৫০টি। বাতিল ভোট সংখ্যা ১টি।
এ সময় সদস্য সচিব ছৈয়দুল হক ও সদস্য হোসাইন মোহাম্মদ ইমরানসহ প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে পেরে প্রার্থী ও ভোটারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন নির্বাচন কমিশন।
ভোটগ্রহণে সার্বিক সহযোগিতার জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
0 comments: