নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে আন্তঃ হাউস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা বুধবার (৩১আগস্ট) বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। এতে পদ্মা দলকে ৩-০ গোলে হারিয়ে মেঘনাদল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান ফয়সাল।
অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন। ক্রীড়া শিক্ষক আবুল কাশেমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ।
0 comments: