নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের দক্ষিণ অঞ্চলের সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন টেকনাফ শৈবাল শিল্পী গোষ্ঠীর নিয়মিত (নাশিদ) গান, অভিনয়, আবৃত্তি, তিলাওয়াত চিত্রাংকণসহ যাবতীয় সাংস্কৃতিক ক্লাস পরিচালনার লক্ষ্যে নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০আগস্ট) শৈবালের পরিচালক হেলাল উদ্দিন সাকিবের সভাপতিত্বে ও সহকারী পরিচালক নুরুল কাদের শাহীর পরিচালনায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক শৈবাল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মুসা ইবনে হোসাইন বিপ্লব।
এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফের প্রসিদ্ধ চিকিৎসক ডাঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ডাঃ নুরুল আজিম সোহেল, রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংলিশ প্রভাষক শাহিন সরওয়ার, বিশিষ্ট ব্যবসায়ী ও হ্নীলা ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর আল মাসুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন শৈবাল শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান এম এ মামুন, প্রতিষ্ঠাতা পরিচালক ঈসা বিপ্লব, শিশু সংগঠক এম রবিউল আলম, ইমরান খান, সালাহ উদ্দিন, সানা উল্লাহ, ফারহাদুল ইসলাম রিয়াজ, ইরফাদুল ইসলাম প্রমুখ।
0 comments: