চুনতি হাকিমিয়া কামিল মাদরাসায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস লোহাগাড়া চুনতি হাকিমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার (১৫আগস্ট) এ উপলক্ষে মাদরাসার মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস মাওলানা ফারুক হোছাইন। 

আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর হামিদুর রহমান ও মাওলানা মুহাম্মদ জিয়াউল করিম। 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। 

সভার শুরুতে কুরআন তেলোয়াত, হামদে বারী তায়ালা ও নাতে রাসূল (সা.) এবং স্বরচিত কবিতা উপস্থাপন করে শিক্ষার্থীরা। 

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ হারুনর রশিদ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: