নিজস্ব প্রতিবেদক :
সোমবার (১৫ আগস্ট) প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজিজুল ইসলাম সোহেল ও সহধর্মিণী ম্যানেজিং ডিরেক্টর নাছরিন জান্নাত শাওনের সার্বিক তত্ত্বাবধানে সারাদিন ফ্রি এ মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়।
এতে মেডিসিন, বাথ-ব্যাথা, হৃদরোগ, লিভার কিডনী, ডায়াবেটিস, নাক, কান, গলা, চর্ম-যৌন, মা ও শিশু রোগের চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ সাইদুল ইসলাম, ডাঃ তাহমিনা আকতার ও ডাঃ মোঃ নকিবুল আবছার চৌধুরী।
প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর নাছরিন জান্নাত শাওন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফ্রী মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এ ক্যাম্পে ব্যাপক রোগীর সাড়া মিলেছে। আমরাও আমাদের চিকিৎসক দ্বারা তাদের সুন্দরভাবে চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, চকরিয়া পৌরসভার মেইন রোডের পশ্চিম পাশে হাসপাতাল রোড়ের উত্তর পাশে হাঁচু মিয়া মার্কেটের দ্বিতীয় তলায় চকরিয়া রয়েল ডায়াগনস্টিক সেন্টারে সকল প্রকার ল্যাব পরীক্ষায় ৫০% ছাড় দেওয়া হয় এবং আল্ট্রাসোনোগ্রাফী মাত্র ৫০০ টাকা করে নেওয়া হয়। এছাড়া গাইনী রোগীদের জন্য মহিলা ডাক্তার দ্বারা গাইনী রোগের চিকিৎসা এবং সাশ্রয়ী মূল্যে আল্ট্রা করা হবে বলে তিনি জানান।
0 comments: