নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মাদরাসা মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
সোমবার (১৫আগস্ট) সকাল এগারোটায় মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে ও মাস্টার মোঃ ফজলে এলাহীর সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।
বক্তব্য রাখেন সহযোগি অধ্যাপক মাওলানা আফম ইকবাল হাসান ও মাস্টার এস.এম হেলাল উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষে অষ্টম শ্রেণীর ছাত্রী নাসরিন জান্নাত বক্তব্য রাখেন।
এসময় মাদরাসার বিভিন্ন বিষয়ের শিক্ষক-কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণীর ছাত্র মনছুর আলম এবং নাতে রাসুল (সাঃ) পরিবেশন করে অষ্টম শ্রেণীর ছাত্র সাজ্জাদ হোসাইন।
পরে সভাপতির সমাপনী বক্তব্য ও বঙ্গবন্ধুসহ শহীদদের রুহের মাগফিরাত এবং জীবিত সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান।
0 comments: