লাগামহীন দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ আজ দিশেহারা : মুহাম্মদ শাহজাহান

বার্তা পরিবেশক : 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিরোধী নেতাকর্মীদের আটক করে সরকারের দুঃশাসন লুকানোর হীন প্রচেষ্টা জনগণ রুখে দাঁড়াবে।  লাগামহীন দ্রব্যমূল্যের সাথে অসহনীয় লোডশেডিং  দেশবাসীকে অতিষ্ঠ করে তুলেছে।  এমতাবস্থায় দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোন বিকল্প সমাধান নেই। তিনি অবিলম্বে দলনিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশবাসী কে দুঃশাসন থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।  

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের লক্ষ্য মানবতার সেবার মাধ্যমে বাংলাদেশ কে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা। গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আয়োজিত কর্মপরিষদ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন।  

জেলা আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর ও জাহিদুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: