নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া ধানসিঁড়ি রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের সৌজন্যে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট মগবাজার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮আগস্ট) এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ধানসিঁড়ি রেস্টুরেন্ট চকরিয়ার পরিচালক মুহাম্মদ নুরুল আবছার বলেন, মাসব্যাপী এ টুর্নামেন্টে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে ৮টি দল অংশগ্রহণ করে। আগামী ১৮ সেপ্টেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে তিনি জানান।
এ টুর্নামেন্টে স্পন্সর হিসেবে রয়েছে চকরিয়ার অভিজাত চাইনিজ রেস্তোরাঁ ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও ধানসিঁড়ি ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার।
0 comments: