নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষা দিয়ে আসার পথে কেবি জালাল উদ্দীন সড়কের পোকখালী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (২২আগস্ট) মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিল। ওই গাড়িতে ফাহিমসহ রয়েছে আরো পাঁচ যাত্রী।
পথিমধ্যে সিএনজি গাড়িকে একটি ডাম্পার গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। সিএনজিতে থাকা ৫ জনই কমবেশি আহত হয়। আহতদের উদ্ধার চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তন্মধ্যে গুরুতর আহত ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। মুমূর্ষু ফাহিম চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
0 comments: