নিজস্ব প্রতিবেদক :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ.এইচ.এম হামিদুর রহমান আযাদকে বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
আগামী বছর ২০২৩ সালের ডিসেম্বর নতুবা ২০২৪ সালের জানুয়ারী মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আভাস দিয়েছে নির্বাচন কমিশন।
সে লক্ষ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থী বাছাই চূড়ান্ত করেছে। তন্মধ্যে কক্সবাজার জেলার ৪ আসনের মধ্যে একটি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।
কক্সবাজার ২নং (মহেশখালী- কুতুবদিয়া) আসনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি আলহাজ্ব এ.এইচ.এম হামিদুর রহমান আযাদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে প্রকাশ।
0 comments: