নিজস্ব প্রতিবেদক :
অবিভক্ত চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ নুরুল কাদের (বি.কম) এর প্রথম মৃত্যুবার্ষিকী নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
সোমবার (১আগস্ট) এ উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
এসময় চকরিয়া পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা সরওয়ার আলম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্টু, আওয়ামী লীগ নেতা আবছার উদ্দিন মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মরহুমের রুহের মাহফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: