ডুলাহাজারা উদয়ন উচ্চ বিদালয়ে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার ডুলাহাজারা উদয়ন উচ্চ বিদালয়ের উদ্যোগে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। 

বুধবার (১০আগস্ট) বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। 

পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লামার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মো. বেলাল উদ্দিনের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে আলহাজ্ব জাফর আলম এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। এসময় ডুলাহাজারার বিশিষ্ট সমাজসেবক কলিম উল্লাহ কলিসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে অতিথিদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন বিদালয় পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 comment:

  1. It checks to see whether on-line casinos are sincere, fair and safe. ECOGRA is the word on accountable playing and protects gamers against unfair practices. To win at free video poker you need to|you should|you have to} follow and be affected person. There isn't any real ability involved in playing in}, however the free video poker sport sort 다파벳 you select will make a difference. Discover extra free on line casino video games together with roulette and blackjack. This sport is meant for an adult viewers (17+) for amusement purposes solely and doesn't provide ‘real money’ playing, or an opportunity to win real cash or prizes based mostly on sport play.

    ReplyDelete