নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে বর্ধিত সভা শনিবার (২৩জুলাই) চকরিয়া পৌরশহরের অভিজাত রেস্তোঁরা রেড চিলি কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডুলাহাজরা ইউপি'র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ ইলিয়াছ।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, জেলা জাতীয় পার্টির সদস্য মো. নুরুল হোসেন, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম. দিদারুল করিম ও চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাস্টার অংকেছিন।
এছাড়াও চকরিয়া উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইলিয়াছ প্রধান অতিথির বক্তব্যে- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান জি.এম কাদের এমপি'র নির্দেশনা অনুসরণের মাধ্যমে সক্রিয় নেতাকর্মীদের নিয়ে সুন্দর সুচারুভাবে পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
0 comments: