প্রেস বিজ্ঞপ্তি :
দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন) এর চীফ রিপোর্টার সাংবাদিক আজিম নিহাদ, প্রতিবেদক রাহুল মহাজন ও ক্যামরা পার্সন লোকমান হাকিমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার। হামলার প্রতিবাদে সোমবার বিকাল ৩ টায় কক্সবাজার পৌরসভার সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে কক্সবাজারে কর্মরত সাংবাদিকেরা। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেন।
রোববার সকাল ১০ টায় অবৈধভাবে হাঙ্গরের তেল, চামড়া ও কান পাচার নিয়ে অনুসন্ধান করতে শহরের নতুন ফিশারীপাড়া যান টিটিএনের প্রধান প্রতিবেদক আজিম নিহাদ, প্রতিবেদক রাহুল মহাজন ও ক্যামেরা পার্সন লোকমান। সেখানে আলমগীর নামে এক ব্যক্তি হাঙ্গরের তেলের কারখানা গড়ে তুলেছে। ওই কারখানার চিত্র ধারণ করতে গেলে তাদের উপর হামলা চালায় মোস্তাক নামে এক ব্যক্তি। তিনি আলমগীরের ভাই।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সাংবাদিক আজিম নিহাদ।
0 comments: