নিজস্ব প্রতিবেদক :
ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আজিজুর রহমানের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগি আলহাজ্ব সূফি নুর আহমদ (৮১) বার্ধক্য জনিত কারণে রোববার (২৯ মে) বিকাল ৫টার দিকে নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ৫ছেলে ও ৫মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মহেশখালী উপজেলার হোয়ানক খোরসাপাড়ার বাসিন্দা বিশিষ্ট সমাজ সংস্কারক সর্বজন শ্রদ্ধেয় সূফি নুর আহমদ হোয়ানক ইসলামিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি গারাঙ্গিয়া আধ্যাত্মিক ত্বরিকতের একনিষ্ঠ সদস্য। দ্বীন ইসলামের প্রচার প্রসারে তিনি খাদেম হিসেবে বিভিন্ন পাড়া-মহল্লা ও সমাজের মানুষের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন।
এদিকে পরিবারের পক্ষে মরহুমের ছেলে সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান জানান, আজ সোমবার সকাল দশটায় আমার পিতার হাতে গড়া দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মহেশখালী হোয়ানক ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
হামিদ আযাদের শোক :
মশেখালী হোয়ানকের বাসিন্দা সাবেক ছাত্রনেতা আজিজুর রহমানের পিতা সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগি আলহাজ্ব সূফি নুর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক এমপি আলহাজ্ব এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
0 comments: