নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার (২৪ মে) দুপুর দেড়টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কক্সবাজার জেলার স্কুল প্রতিনিধি চকরিয়া কোরক বিদ্যাপীঠের মুখোমুখি হয় রাঙ্গামাটি জেলা ফুটবলদল।
এতে রাঙ্গামাটি জেলা ফুটবল দলকে ৩-০ গোলে হারিয়ে কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ টানা জয়ের মাধ্যমে ফাইনালে উঠে। খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হয় চকরিয়া কোরক বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র মুহাম্মদ মুবিন। সে উদ্বোধনী খেলায়ও ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়।
এদিকে বৃহস্পতিবার (২৬ মে) বিভাগীয় ফাইনালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ ফুটবলদলের সাথে বিভাগীয় চ্যাম্পিয়ন হতে লড়াই হবে নোয়াখালী জেলা ফুটবলদলের।
0 comments: