নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার কৈয়ারবিল ৯নং ওয়ার্ড হিন্দু পাড়ায় মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (৪মে) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ব্যক্তিগত তহবিল থেকে ঢেউডিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। এছাড়া আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর সরেজমিন পরিদর্শন করি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপজেলা থেকে আরো সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।
এসময় কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসাইন, সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী, উপজেলা পিআইও কার্যালয়ের সহকারী কর্মকর্তা বাবুল কান্তি পাল ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: