নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ফাঁসিয়াখালীতে পুকুরে পড়ে দুই বছর বয়সের সাঈদা নূরী তোবা নামের এক শিশু মারা গেছে। শনিবার (২৮ মে) দুপুর পৌঁনে ১২টার দিকে তাদের নিজ বাড়ির পুকুরেই মর্মান্তিকভাবে দুর্ঘটনাটি ঘটে। শিশুটি চকরিয়ায় কর্মরত দৈনিক ইনানীর চকরিয়া প্রতিনিধি মো. নিজাম উদ্দিনের ভাগনি বলে জানা গেছে।
সাংবাদিক নিজাম উদ্দিন জানান, ছোটবোন জান্নাতুল ফেরদৌস পাখির এক ছেলে দুই মেয়ের মধ্যে সাঈদা নূরী তোহা সবার ছোট। সে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মৌলবিপাড়া এলাকার ছৈয়দ হোছাইনের নাতী ও সাইফুল ইসলামের মেয়ে।
শনিবার সকাল ১১টার দিকে শিশু তোবাকে পিতাকে দিয়ে বাড়ির ছাদে কাজ করছিল মা। একপর্যায়ে পিতার অজান্তে খোঁজে পাওয়া যাচ্ছিল না তোবাকে। অনেক খোঁজাখুজির পর তোবাকে পুকুরে ভাসতে দেখে মা জান্নাতুল ফেরদৌস। পরে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আসরের নামাজের পর মুফতি এনামুল হকের পরিচালনাধীন বালাগুল মুবিন মাদরাসা সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে শিশুটির নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।
0 comments: