শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে বালিকাদের ফাইনাল খেলায় কক্সবাজার পৌরসভা বালিকা ফুটবলদলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া উপজেলা বালিকা ফুটবলদল। একইদিন বালকদের ফাইনাল খেলায় চকরিয়া উপজেলা বালক ফুটবল দলকে হারিয়ে রামু উপজেলা বালক ফুটবলদল চ্যাম্পিয়ন হয়।
বুধবার (২৫ মে) কক্সবাজার শহরের বাহারছাড়া মুক্তিযোদ্ধা মাঠে পরপর খেলা দুটি অনুষ্ঠিত হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবালের সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর রামু আসনের এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সংরক্ষিত আসনের নারী এমপি কানিজ ফাতেমা মোস্তাক ও কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।
এসময় কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রাবস্তী রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ও বিজীতদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেন।
0 comments: