নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া ভূমি অফিসের আয়োজনে সাত দিনব্যাপি ভূমি সেবা সপ্তাহ চালু করা হয়েছে।
রোববার (২২মে) সকাল দশটায় ভূমি অফিসের প্রধান ফটকে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুজ্জামান দিপুর সভাপতিত্বে উপস্থিত ভূমি সংক্রান্ত সেবা প্রার্থী ও বিশিষ্টজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকসুদুল হক ও উপজেলা কৃষি অফিসার মোঃ নাছিম উদ্দিন।
এসময় ভেওলা মানিকচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল মনছুর, চিরিঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম উল্লাহ, কাকারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সহকারী প্রধান দীপক বড়ুয়া, নাজির মোঃ সানাউল্লাহ, সহকারী আনোয়ারুল ইসলাম, সার্ভেয়ার মোঃ সাখাওয়াত হোসেনসহ ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের স্টাফ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জনসাধারণের ভূমি সংক্রান্ত যাবতীয় সেবাসমূহের সুবিধা অসুবিধা সম্বলিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
0 comments: