শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব বালক-বালিকা অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কক্সবাজার জেলা পর্যায়ের উদ্বোধনী খেলা শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মে) পৃথক দুটি ম্যাচে বালকদের খেলায় কুতুবদিয়া উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে চকরিয়া উপজেলা বালক ফুটবলদল জয়লাভ করে।
একইদিন বালিকাদের খেলায় ৪-০ গোলে কুতুবদিয়া উপজেলাকে পরাজিত করে চকরিয়া উপজেলা বালিকা ফুটবল দল জয়লাভ করে। উদ্বোধনী খেলায় জয়লাভের মধ্যদিয়ে শুভ সূচনা করে চকরিয়া উপজেলা বালক-বালিকা পৃথক ফুটবল দল।
শনিবার সকাল দশটায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী।
এসময় জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: