বান্দরবান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেখ জামাল ক্লাব চকরিয়ার উড়ন্ত সূচনা

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

বান্দরবান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী খেলায় ফেনী জেলাকে ৩-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে শেখ জামাল ক্লাব চকরিয়া। 

শুক্রবার (২০ মে) বান্দরবান জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদীর হাতে গড়া ফুটবলদল শেখ জামাল ক্লাব চকরিয়া ফুরফুরে মেজাজে জয়লাভ করে। 

বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি এ টুনামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার, ডিজিএফআই ডেট কমান্ডার, বান্দরবান সেনা জোনের কমান্ডার, বান্দরবান পুলিশ সুপার, এনএসআই’র যুগ্ম-পরিচালক, বান্দরবানের অতিরিক্ত জেলাপ্রশাসক এবং অতিরিক্ত  পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বান্দরবান জেলা দলসহ বিভিন্ন জেলা থেকে ৮টি দল অংশগ্রহণ করেছে। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: