মাতারবাড়ি ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াবেটিস সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

মহেশখালীর মাতারবাড়ির নতুনবাজারে মানসম্মত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে ১০ শয্যা বিশিষ্ট মাতারবাড়ি ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াবেটিস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (১৪মে) বিকালে মাতারবাড়ি ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াবেটিস সেন্টারের চেয়ারম্যান ডাঃ সাকের উল্লাহ'র সার্বিক তত্ত্বাবধানে হাফেজ রুহুল আমিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহেশখালী থানার ওসি মুহাম্মদ আবদুল হাই।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আবু হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরিফুল হক।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও মাতারবাড়ি ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াবেটিস সেন্টারের উপদেষ্টা ডাঃ সোহেল বকস। 

তিনি বক্তব্যে বলেন, মাতারবাড়ির ডাক্তার ছেলেরা হাসপাতালে রোগী দেখবেন; যা স্থানীয়দের জন্য রহমত। মাতারবাড়ির ডিজিটাল হাসপাতাল চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এক সময় চিকিৎসার জন্য স্থানীয়দের জেলা ও চট্টগ্রাম শহরে যেত হতো। বর্তমানে তাৎক্ষণিক চিকিৎসা পাবেন। স্থানীয়দের ডাক্তারের প্রতি আস্তা রাখার জন্য আহবান জানান তিনি। পরে কেক কেটে অনুষ্ঠান শেষে ১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটি আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত। নিয়মিত বিশেষজ্ঞ ৪ জন চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়।রয়েছে ২৪ ঘন্টা ইমার্জেন্সি সুবিধা, সুলভ মূল্যে নরমাল ডেলিভারি, আল্ট্রাসনোগ্রাম, দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান, মহিলা ও পুরুষের আলাদা কেবিন, সুলভ মূল্যে রক্ত সঞ্চালন সুবিধাসহ বিভিন্ন উন্নত মানের সেবা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য মশরাফা জান্নাত, শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দিদারুল আলম ও মাতারবাড়ির ইউপি সদস্য মিছবাহ উদ্দিন মজিদি। 

 এসময় মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালের অংশীদার আবু বক্কর ছিদ্দিক, মাস্টার কাইছারুল ইসলাম, ডাঃ আরমান কাদের, মাহমুদুল হাসান মানিক, এহতেশাম আলী, মাহমুদুল হক, আব্দুল মানিক, এস.আই বোরহান উদ্দিন, ম্যানেজার শাকের উল্লাহ, মনজুর আলম, মোঃ হোছাইন, জিসান উদ্দিন, সাকের উল্লাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন হসপিটালের পরিচালক কাইছারুল ইসলাম কায়েস ও বাহার উদ্দিন বাহার। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: