নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ শৈবাল শিল্পী গোষ্ঠীর হ্নীলা শাখার শিল্পীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮এপ্রিল) সাপ্তাহিক কালচারাল ক্লাসে শিশু কিশোর শিল্পীদের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে শিল্পীদের কার্ডগুলো পরিয়ে দেন কক্সবাজার প্রবাল ও শৈবাল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মুসা ইবনে হোসাইন বিপ্লব।এসময় শৈবাল শিল্পী গোষ্ঠীর পরিচালক হেলাল উদ্দিন সাকিব, সহকারী পরিচালক নুরুল কাদের শাহীসহ শৈবালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 comments: