লেবুর হালি ৬০ টাকা!

নিজস্ব প্রতিবেদক : 

রমজান উপলক্ষে লেবুর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। নাইক্ষ্যংছড়ি বাজারে কিছু অসাধু ও সুযোগসন্ধানী ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো যখন তখন যে কোনো নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন।

অভিযোগ উঠেছে, প্রশাসনের নাকের ডগায় নাইক্ষ্যংছড়ি বাজারে অসাধু একটি সিন্ডিকেট চড়া মূল্যের কারসাজি করে চলেছে। প্রশাসনের নজরদারি না থাকায় এসব হচ্ছে বলে মনে করেন ভুক্তভোগিরা।

এ সুযোগে এখন এক হালি (চারটি) লেবুর দাম রাখা হচ্ছে তিন কুড়ি ৬০টাকা। প্রচন্ড গরমে লেবুর রসের শরবত আরাম ও স্বস্তিদায়ক। তাও আবার রমজানের ইফতারির পানীয় তালিকায়। 

সেই সুবাধে রোজাদার ক্রেতাদের চাহিদাকে কেন্দ্র করে মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীরা চারটি লেবুর দামে হাতিয়ে নিচ্ছেন তিন গুণ টাকা।  

তাই নিত্য প্রয়োজনীয় বাজার দর নিয়ন্ত্রণে তড়িৎ হস্তক্ষেপপূর্বক নিত্য পন্য ক্রয় ক্ষমতায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগি ও সচেতন মহল।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: