স্পোর্টস রিপোর্টার :
কক্সবাজারের মহেশখালী শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা শান্তিপাড়ায় বঙ্গবন্ধু অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১এপ্রিল) স্থানীয় মাঠে সম্পন্ন হয়েছে।
এতে জেমঘাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ উদ্যোক্তা মো. আব্দুল গফুর মানিক।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ান ও যুগ্ম সম্পাদক ডাঃ ফুরকান আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি ছিলেন।
অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: