কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি : 

সোমবার ১৬ই রমজান (১৮ এপ্রিল) পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারস্থ গ্রীণ বার্ড রেস্টুরেন্ট কনফারেন্স হলে মাহে রমজানের তাৎপর্য ও "উপকূলীয় স্বার্থ রক্ষা মানে জাতীয় স্বার্থ রক্ষা" শীর্ষক আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা, গুণীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজিজুল হক।

ফোরামের সভাপতি স. ম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ ড.মোহাম্মদ সানাউল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শহীদুল্লাহ বিএ, বীর মুক্তিযোদ্ধা রমিজ আহমদ, পেকুয়া থানার সেকেন্ড অফিসার এসআই মোজাম্মেল হোসেন, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীব, বালিকা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার হানিফ চৌধুরী ও সাংবাদিক এম দিদারুল করিম।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার বীর মুক্তিযোদ্ধা ছাবের আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, পেকুয়া মডেল সরকারি জি এম সি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক নুরুল হোসেন, পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদের সভাপতি মাষ্টার মোঃ জাহেদ উল্লাহ, পেকুয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পেকুয়া বাজার সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহেদ ইকবাল, পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ ইসমাঈল সিকদার, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুজন, নূর - আয়েশা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাঈল খান, সাংবাদিক জালাল উদ্দিন, নাজিম উদ্দিন, মুহাম্মদ হাশেম, এম গিয়াস উদ্দিন, রিয়াজ উদ্দিন, ইমরান হোছাইন, সাইফুল ইসলাম বাবুল, বেলাল উদ্দিন বিল্লাল, কাইছার হামিদ (মহেশখালী) , ফুয়াদ মোহাম্মদ সবুজ(মহেশখালী) , মনিরুল ইসলাম(কুতুবদিয়া), আমিনুল ইসলাম বাহার, রেজাউল করিম, মুফিজ সিকদার, আব্দুল্লাহ আল মামুন ফারুকী, মোঃ আরমান, মোঃ আবু ছাদেক, তৌহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বশর, হকার ব্যবসায়ী সমিতির মোঃ বাদশা, মৌলানা জহিরুল ইসলাম প্রমূখ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রী বৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে। উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যদের কলমকে শানিত করতে হবে। পেশাগত কাজে সকল ধরণের বাধা ডিঙিয়ে যেতে হবে। অনুষ্ঠান শেষে সংগঠন ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন টইটং ইউপি সদস্য আব্দুল হক। অনুষ্টান পরিচালনা করেন ফোরামের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক এফ এম সুমন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: