নিজস্ব প্রতিবেদক :
সামিহা নওশিন চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কাউট গ্রুপ থেকে জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড -২০২০ এ অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে।
চকরিয়া উপজেলা থেকে ৩৩ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড লাভ করে। তন্মধ্যে সামিহা নওশিনও একজন। সে চকরিয়া পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরে জন্নাতের মেয়ে।
এদিকে কৃতী ছাত্রী নওশিনের মাতা পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরে জন্নাত বলেন, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড-২০২০ অর্জনের জন্য যারা অবদান রেখেছেন সংশ্লিষ্ট সকলকে পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
0 comments: