চকরিয়া জনতা শপিংয়ে রিধব শো-রুম উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় অত্যাধুনিক শপিং সেন্টার "জনতা শপিংয়ে" শুভ উদ্বোধন হলো চট্টগ্রামের স্বনামধন্য রিধব। 

শো-রুম টি দীর্ঘ ৭ বছর ধরে চট্টগ্রামে সফলতার সাথে গ্রাহকদের বিশ্বাস স্থাপন করে সচ্ছতা ও সাফল্যের সাথে ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। 

১৯ এপ্রিল / ২০২২ (সোমবার)  এই শো-রুম টি উদ্ভোদন করেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।চকরিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আরহান মাহামুদ রুবেল। 

 এতে আরও উপস্থিত ছিলেন;লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম দক্ষিণজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জায়িদ বিন কাসেম,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান,  রিধবের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য  তারেক মোহাম্মদ ইকবাল চৌধুরী।

রিধব চকরিয়া শাখার ব্যবস্থাপক রিদুয়ানুল ইসলাম বলেন; পণ্যের মান ও দামের সাথে সামঞ্জস্যতা রেখে আমরা ক্রেতাদের পরিপূর্ণ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সেবা দিয়ে যাচ্ছি।  ক্লথিংয়ে জেন্টস্ আইটেমের সকল পণ্য দামে,মানে,গুণে সর্বোচ্চ গ্রহণযোগ্য পণ্য পেতে রিধব চকরিয়া শাখায় স্বাগতম।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: