স্পোর্টস রিপোর্টার :
“সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার (৬এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২২ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সার্বিক তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালির অগ্রভাগে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, সহ-সভাপতি অনুপ বড়–য়া, ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসীম উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। পরে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
0 comments: