নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক ইসলাম ধর্মীয় শিক্ষক মাওলানা বদরুজ্জামান ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।
আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল এগারোটার দিকে চকরিয়া ইউনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা বদরুজ্জামান উত্তর সিকদার পাড়ার বাসিন্দা।
এদিকে আজ রাত ১০টায় কাসিম আলী সিকদারপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
0 comments: