ইউসুফ বিন হোসাইন, চকরিয়া (কক্সবাজার) :
তৎক্ষনাৎ স্থানীয় চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী ঘটনাস্থলে এসে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে নগদ টাকাসহ খাদ্য সহায়তা প্রদান করেন বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।
রোববার (৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের বাটাখালী ব্রিজ সংলগ্ন মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. নুরুচ্ছফা, আহমদ হোসেন, মিরাজ, আবদুল হক, মো. আলম, মো. হেলাল, মো. মহিউদ্দিন, জমির ও বশির।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. নুরুচ্ছফা বলেন, বাড়ির মহিলারা সবাই তখন রান্নাঘরের কাজে ব্যস্ত। এসময় কোনো একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একইসঙ্গে লাগোয়া ৯ বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে সবকিছু পুড়ে গেছে।
এ বিষয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সেলিম উদ্দিন বলেন, আজ (রোববার) বিকালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ৯ জনের বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। তবে কার বাড়ি থেকে আগুনের সূত্রপাত তা সঠিকভাবে বলতে পারছি না।
সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আমার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা,খাদ্য সহায়তা দিয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে পরবর্তী বাকী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।
0 comments: