নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি (রেজি: নং- ২৫৪৪) চকরিয়া প্রবাসী ইউনিয়নের আয়োজনে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার (২২এপ্রিল) বিকাল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সৌদিআরব শাখার সহ-ধর্ম বিষয়ক বিষয়ক সম্পাদক হানিফ সংকেত সোহেল।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম মুবিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল হক নিরব। এতে মাহে রমযানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা পেশ করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা কফিল উদ্দিন এম.এ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ রেজাউল করিম।
এসময় উপদেষ্টা জাফর আলম, আবদুল খালেক, ফোরকান উদ্দিন, মোহাম্মদ আমিন, জাফর আলম চৌধুরী, রিয়াজ উদ্দিন মিন্টু, আবদুর রহমান দুলাল, নুুরুল হুদা, আহমদ শফি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আনোয়ার, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হোসেনসহ চকরিয়া প্রবাসী ইউনিয়নের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ইফতার মাহফিলপূর্ব অনুষ্ঠানে মালয়েশিয়ায় প্রবাসে থাকাকালীন মর্মান্তিক এক বৈদ্যুতিক দুর্ঘটনায় মারা যাওয়া মালয়েশিয়া শাখার সদস্য মোহাম্মদ আবদুল মজিদের মরণোত্তর ১লাখ ২হাজার টাকার আর্থিক অনুদান তার পরিবারের পক্ষে স্ত্রী ও মরহুমের ছোটভাই এবং দুই সন্তানের হাতে তুলে দেয়া হয়।
এ আর্থিক অনুদানটি তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম মুবিন, সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরব, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হোসেনসহ উপস্থিত উপদেষ্টা ও নেতৃবৃন্দ। পরে সংগঠনের সমৃদ্ধি দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের সুস্থতাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: