স্পোর্টস রিপোর্টার :
কক্সবাজারে তৃণমূল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষন কর্মসূচি ২০২১-২২ ভলিবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান শনিবার (৯এপ্রিল) স্থানীয় মাঠে সম্পন্ন হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)’র সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপ বড়ুয়াসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ভলিবল প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।
0 comments: