জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যেগে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে ১০দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ ভলিবল প্রশিক্ষণ কর্মসূচি শুক্রবার (১এপ্রিল) বিকাল চারটায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন মাঠে উদ্বোধন করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ ভলিবল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ও নতুন প্রতিভা অন্বেষনের জন্য এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
অনূর্ধ্ব-১৬ ভলিবল প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবছার উদ্দিন, প্রশিক্ষণ কর্মসূচির আহবায়ক জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দীন ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।
এসময় বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আমিনুল ইসলাম মুকুল, জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য আজমল হুদা, জাতীয় ক্রীড়া পরিষদের ভলিবল কোচ মোঃ এমদাদুল হক মিলন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ সদস্য জাহিদ ইফতেখার প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রতন দাশ।
0 comments: