নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন আয়োজিত ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (৫মার্চ) শহরের মুক্তিযোদ্ধা গোল চত্ত্বর মাঠে সম্পন্ন হয়েছে। এতে কর্ণফুলী দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার ডন, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশেম কুতুবীসহ ক্রীড়া সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজীতদলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: