নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় বরইতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বিদ্যালয় ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। গত ৩ মার্চ তফসীল ঘোষনার পর প্রার্থীদের মধ্যে দেখা দেয় উৎসাহ-উদ্দীপনা। তফসীল অনুযায়ী ৮ মার্চ থেকে ১০ মার্চ মনোনয়ন গ্রহণ ও জমা নেওয়া হয়। এতে ৮ প্রার্থী নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন পত্র জমা করেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যালয়ে ।
এ উপলক্ষে বরইতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে কৌতুহল। দীর্ঘ কয়েক বছর সিলেকশন পদ্ধতিতে কমিটি গঠন হলেও নির্বাচিত কমিটি না আাসায় অনেকের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। এ নিয়ে এলাকার অভিভাবক ও সচেতন মহলের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অভিভাবকরা এবার আশা করছেন, নির্বাচিত কমিটি বিদ্যালয়ের দায়িত্ব নিয়ে আগামীতে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিসহ পাঠাদানের মান আরো উন্নীতকরণে সহায়তা করবেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অভিভাকরা সারিবদ্ধভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।এ সময় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান নির্বাচন পরিদর্শনে আসেন। ম্যানিজিং কমিটি নির্বাচনে পুরুষ ভোটার ৫৩১ ও মহিলা ভোটার ৫৬ সহ মোট ৫৮৭ জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেল ৪টায় নির্বাচন শেষে ভোট গণনা শুরু করা হয়। এসময় প্রার্থীরা ভোট গণনা শেষ হওয়া ও ফলাফল ঘোষণা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।
এদিন চকরিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত গেজেট সূত্রে জানা যায়, আটজন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তন্মধ্যে আজিজুল ইসলাম ৯৫, আনচার উদ্দিন ১৫৫, আব্দুল মাবুদ ১৭৩, এনামুল হক ২৭, মোঃ জমির উদ্দিন ৯০, মোঃ নুর উদ্দিন ১৫৮, মাহফুজল করিম ২৩৪ ও শাহীন মুরাদ ২২৩ ভোট পেয়েছেন। এর মধ্যে মাহফুজল করিম ২৩৪ ভোট পেয়ে ১ম, শাহীন মুরাদ ২২৩ ভোট পেয়ে ২য়, আব্দুল মাবুদ ১৭৩ ভোট পেয়ে ৩য় ও ১৫৮ ভোট পেয়ে নুর উদ্দিন ৪র্থ অবস্থানে জয় লাভ করেছেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক নুরুল আবছার নতুন নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, যারা নির্বাচিত হয়েছেন এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সবাইকে নিয়ে বরইতলীর আপামর জনসাধারণের সহযোগিতায় এ বিদ্যালয়ের পড়ালেখার মান ও সার্বিক পরিস্থিতি এগিয়ে নেব। বরইতলী উচ্চ বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার জন্য সবার সহযোগিতা একান্ত কাম্য বলে তিনি মনে করেন।
0 comments: