নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার নারীদের উচ্চ শিক্ষার একমাত্র দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বেতুয়াবাজার হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- রচনা প্রতিযোগিতা, দেয়ালিকা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৭মার্চ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপাধ্যক্ষ মাওলানা জাফর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণির বেশ কজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। এসময় শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের জীবিত সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: